লোকে কথায় কথায় বলে, আগের দিন বাঘে খেয়েছে, আগের দিন আর নাই।
সরকার কথায় কথায় বলে, আমরা এখন আর আগের অবস্থায় নাই, আমরা এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, শীঘ্রই উন্নত দেশে পরিণত হবে। দিন যে আসলেই বদলে গেছে, একটু খেয়াল করলেই সেটা বুঝা যায়।
নাস্তা করে, রিক্সার জন্য ওয়েট করছি। পাশের এক দোকান থেকে একজন ভদ্রলোক সিগারেট কিনে, সামনে বসা এক ভিক্ষুক কে ২ টাকার একটা কয়েন দান করে চলে গেল।
উনি চলে যাওয়ার পর, ভিক্ষুক টি খুব রাগত স্বরে আমার কাছে নালিশ করছে-
"দেখছেন ভাই, সিগারেট খেয়ে ২ টাকা বেশি হইছে, তাই সেইটা দিছে। উনারা কি মনে করে আমগ? আগের দিন বাঘে খাইছে। আমরা তোমগ দুই টাকার কাঙ্গাল না। ফকিন্নির মত ভিক্ষা দেয়।"
শুনে আমি টাস্কি খাইলাম।
খালি মৃদু স্বরে বললাম- "হ মামা, আগের দিন আসলেই বাঘে খাইছে।"🤔
Monday, 15 July 2019
দিন বদলের গান
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment