Thursday, 18 July 2019

ধূসর পাতা

একসময় মধ্যরাতে ডাহুকের ডাকে ঘুম ভেঙে যেত,
অদ্ভুত এক মায়াবী শব্দ,
এখনও ভাঙে,
তবে ডাহুকের ডাকে না,
বাসার সিকিউরিটি র তীক্ষ্ণ বাঁশির শব্দে।
একসময় পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙত,
এখনো ভাঙে,
তবে সেটা মোবাইলের এলার্মে।
একসময় বৃষ্টি আসলেই বৃষ্টিতে ভিজতাম,
এখন বৃষ্টি দেখলেই দৌড়াই,
নিরাপদ আশ্রয়ের জন্য।
একসময় দিন ছিল ইচ্ছেমত খাওয়া-দাওয়ার,
এখন দিন হচ্ছে হিসেব করে খাওয়ার।
একসময় জীবন মানে ছিল 'নো চিন্তা ডু ফূর্তি',
এখন জীবন মানে দুঃশ্চিন্তায় ভর্তি।😥😥
                         ©আদিল

No comments:

Post a Comment