এক সময় গরুর বট (ভুঁড়ি ভুনা) খুব পছন্দ করতাম, নেশার মত ছিল। তারপর, যখন ব্লাডে IgE-এর পরিমান, নরমাল লেভেলের চেয়ে ৪ গুন বেশি ধরা পড়ল, আর সেটা চিকিৎসা র জন্য দৈনিক ১৪ টা ট্যাবলেট খেতে হয়েছিল, তারপর থেকে বট খাওয়া হারাম করে দিয়েছিলাম, গত ৫ বছরে একদিনের জন্য ও আর খাইনি।
তবে, এ না খাওয়ার জন্য দুইটা জিনিস ফ্যাক্ট ছিল-
এক, আমার ইচ্ছা শক্তি,
দুই, এর এভেইলএবিলিটি (আমার এরিয়াতে)।
এখন, যখন প্রতিদিন অফিস গেটের সামনে থেকে ১০ নাম্বার পর্যন্ত হেঁটে আসি, বাম পাশে সারি সারি বটের দোকান গুলো কেমন জানি আমাকে ইশারায় ডাকে, কেমন জানি মাদকতা লাগে, মনে হয় আজকে না হয় খেয়েই যায় অল্প করে।
যাহোক, দেখি নফসের ( মনের উল্টা পাল্টা ইচ্ছা) বিরুদ্ধে কয়দিন জিহাদ করতে পারি, কারণ জ্ঞানীরা বলেন- "নফসের বিরুদ্ধে জিহাদ ই হল শ্রেষ্ঠ জিহাদ।"☺️
Monday, 15 July 2019
নফসের বিরুদ্ধে জিহাদ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment