শুধু শুধুই ভাবনা,
যেতে চাইলে যাও, চলে যাও,
তবু কেন এ কান্না
জানি ভাল থাকতে।
শুধু বলো না ভুলতে
চাই না বাঁচার উপদেশ।
দিন এমনি কাটবে,
খেয়ালের ফাঁদে
তোমাকে মনে পড়বে,
যখনি জ্যোৎস্না হাসে।
তোমাকে মনে পড়বে,
যখনি আকাশ ভেঙ্গে বর্ষা কাঁদে।
যে মোহের বন্যায়
ভেসে যাওয়ায় ধন্য হলে
তাতে পারিনি ভাসতে
অস্তিত্ত্ব ভুলে,
তাই বলো না চলতে
স্থবিরতাই সঙ্গি হলে,
মন পড়েই থাকলে
হতাশার ফাঁদে…।।
যে যায়
যাওয়ার পথে দেয়াল হবার কোন স্বপ্ন নাই,
যতই কাঁদাও আমায়।
জয়ী একা পথে।।
যেতে চাইলে যাও, চলে যাও,
তবু কেন এ কান্না
জানি ভাল থাকতে।
শুধু বলো না ভুলতে
চাই না বাঁচার উপদেশ।
দিন এমনি কাটবে,
খেয়ালের ফাঁদে
তোমাকে মনে পড়বে,
যখনি জ্যোৎস্না হাসে।
তোমাকে মনে পড়বে,
যখনি আকাশ ভেঙ্গে বর্ষা কাঁদে।
যে মোহের বন্যায়
ভেসে যাওয়ায় ধন্য হলে
তাতে পারিনি ভাসতে
অস্তিত্ত্ব ভুলে,
তাই বলো না চলতে
স্থবিরতাই সঙ্গি হলে,
মন পড়েই থাকলে
হতাশার ফাঁদে…।।
যে যায়
যাওয়ার পথে দেয়াল হবার কোন স্বপ্ন নাই,
যতই কাঁদাও আমায়।
জয়ী একা পথে।।
No comments:
Post a Comment