সবারই জানা যে, ব্যক্তি স্টোক উগ্র আর উৎশৃঙ্খল, যার কারণে দল থেকে বাদ পড়েছিল, ছিল নিষেধাজ্ঞায়।
আর, কালকে খেলোয়াড় স্টোক কে দেখেন, কি রকম কুল!
চরম প্রেশার এ, বিপর্যয়ের মুহূর্তে খেলতে নেমে, প্রথম দিকে খুব স্লো ব্যাটিং করছিল, যাকে বলে ঠান্ডা মাথায়, দেখে শুনে খেলা।কিন্তু তার শর্ট গুলো দেখেন, কি রকম নিখুঁত ছিল। তার মাথায় যে কুল প্লানিং চলছিল, সেটা তার ফেইস দেখে ও বুঝা যাচ্ছিল। এইভাবেই, স্রোতের বিপরীতে চলতে হয়, এইভাবেই জয় আনতে হয়। সাবাস।👏👏
যাহোক, স্টোকস এর খেলা দেখে, কালকে দুইটা জিনিস উপলব্ধি করেছি-
এক, জটিল সময়ে, শান্ত থাকা, ঠান্ডা মাথায় প্ল্যানিং করা।
দুই, ইমোশনাল ড্রাইভার না হয়ে, প্রফেশনাল হওয়া।
Monday, 15 July 2019
বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল এবং শিক্ষা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment