Sunday, 21 July 2019

ফেইসবুক একাউন্ট হ্যাক সম্পর্কিত

গত এক সপ্তাহের মধ্যে ফ্রেন্ডলিসেটর ৪/৫ জনের ফেইসবুক একাউন্ট হ্যাক হতে দেখলাম। এতে উনি যেমন বিব্রতকর অবস্থায় পড়েছেন, তেমনি আমাদের কে ও ফেলেছিলেন (আজেবাজে জিনিস পোস্ট করে তাতে ট্যাগ করে)।

এক সময় এসব বিষয়ে প্রচুর সময় দিয়েছি।সেই অভিজ্ঞতা থেকেই বলছি, কিছু বিষয় এড়িয়ে চললেই সহজে এসব এড়ানো যায়।তার আগে বলে রাখি, এসব হ্যাকিং খুবই কাঁচা হাতের করা, মানে হল যারা মাত্র শিখছে, বা শখের বসে করছে বা বেকার  ছেলেপুলের কিছু ইনকাম করার জন্য করে এসব।
প্রফেশনাল হ্যাকাররা এসব করেনা, তারা তাদের হ্যাকিং কে বলে #ইথিকাল_হ্যাকিং, সেটা অবশ্য ভিন্ন প্রসঙ্গ।

মূল কথায় আসি। ফেইসবুক একাউন্ট হ্যাক করতে যে সহজ টুল/ পদ্ধতি টা ব্যবহার করা হয় তা হল #ফিশিং #Phishing.
এই পদ্ধতিতে ব্যবহারকারীকে সহজেই বোকা বানিয়ে তার সমস্ত তথ্য হাতিয়ে নেয়া হয়।
#যেভাবে_করা_হয়: এই পদ্ধতিতে আপনাকে কোন উত্তেজক  নিউজের লিংক অফার করবে/ আপনার প্রয়োজনীয়/পরিচিত কোন লিঙ্ক অফার করবে, যাতে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার সমস্ত তথ্য তাদের কাছে চলে যায়, তারা সেটা সাথে সাথেই চেঞ্জ করে আপনাকে ব্লেক মেইল করে থাকে।

এবার আসি #বাঁচার_উপায় নিয়ে। প্রথম কথা হল, যে লিংক আপনি  চেনেন না তাতে কখনো ক্লিক করবেন না। অনেক সময় চেনা লিঙ্ক ও হতে পারে বাট ভাল করে খেয়াল করলে দেখবেন তাতে #সামান্য_পরিবর্তন অবশ্যই আছে, এসব লিংক এ ক্লিক করবেন না (যেমন: www.facebook.com এর স্থলে www.faceboook.com)।
ফাইনালি, উত্তেজক নিউজ পড়তে মন চাইলে ফেইসবুকে না পড়ে গুগলে সার্চ দিয়ে পড়ুন , কিন্তু #গুগলে_সাইন_ইন করবেন না।
(বি.দ্র: প্রফেশনাল হ্যাকার রা খারাপ না, তারা দেশের অনলাইন ডিফেন্স করে, Personally I salute them).
Thats all. Happy facebooking!👏👏

No comments:

Post a Comment