লীলাবতী!
সমুদ্রে জ্যোতস্নায় কভু খুঁজেছো কি নীল?
দেখা -অদেখায়, অস্তিত্বের অসাঢ়তায়
ত্যাগে বঞ্ছনায়, ক্ষোভে বিদ্রোহে
বিপ্লবে বীরত্বে।
লীলাবতী !
ধূসর রিক্ত দুপুরে কভু খুঁজেছো কি চিল?
অনুরাগে অনুভবে, অবজ্ঞা অভিযোগে
হতাশা বা ক্লান্তিতে, রাগে-বিরাগে
অভিভূত উচ্ছ্বাসে।
লীলাবতী !
দেখেছো , কখনো?
সমুদ্রের বুক চিরে জেগে ওঠা প্রবাল পাথর!
অলস অস্তিত্বহীন স্বপ্নের মতন চিলেদের
ভেসে চলা, মেঘের দেশে!
লীলাবতী !
ভেবেছো , কখনো প্রেম
সমুদ্রের মতন নীল হয়ে ওঠে নরম রোদে
পেখম মেলে ঘুরপাক খায় স্রোতের মতন
অবারিত সাগরের বুকে!
লীলাবতী !
আমাদের ছুটে চলা তেমনি
উদ্ভ্রান্ত কবির আবেগময় অন্তর্ধান, কিংবা
বিভ্রান্ত লেখকের থেমে থাকা কলমে জীবনের প্রতিচ্ছবি।
লীলাবতী !
ভেবে চলি, এভাবেই
রোদে পুড়ে, সমুদ্রের জলে জ্যোতস্নায়
এগিয়ে চলা, কিংবা পিছিয়ে পড়া মানুষের দল ভালোবাসে
প্রেমে পড়ে, কামনায় হয় তীরবিদ্ধ!
ভাবে ভালোবাসে, আসলে মৃত্যু হয়।
তারপর
মৃত্যুর পর জীবনের শুরু,
আবার শুরু থেকে, কিংবা শেষে
লীলাবতী
সমুদ্রে কিংবা মেঘে
সুখে কিংবা অসুখে...
সমুদ্রে জ্যোতস্নায় কভু খুঁজেছো কি নীল?
দেখা -অদেখায়, অস্তিত্বের অসাঢ়তায়
ত্যাগে বঞ্ছনায়, ক্ষোভে বিদ্রোহে
বিপ্লবে বীরত্বে।
লীলাবতী !
ধূসর রিক্ত দুপুরে কভু খুঁজেছো কি চিল?
অনুরাগে অনুভবে, অবজ্ঞা অভিযোগে
হতাশা বা ক্লান্তিতে, রাগে-বিরাগে
অভিভূত উচ্ছ্বাসে।
লীলাবতী !
দেখেছো , কখনো?
সমুদ্রের বুক চিরে জেগে ওঠা প্রবাল পাথর!
অলস অস্তিত্বহীন স্বপ্নের মতন চিলেদের
ভেসে চলা, মেঘের দেশে!
লীলাবতী !
ভেবেছো , কখনো প্রেম
সমুদ্রের মতন নীল হয়ে ওঠে নরম রোদে
পেখম মেলে ঘুরপাক খায় স্রোতের মতন
অবারিত সাগরের বুকে!
লীলাবতী !
আমাদের ছুটে চলা তেমনি
উদ্ভ্রান্ত কবির আবেগময় অন্তর্ধান, কিংবা
বিভ্রান্ত লেখকের থেমে থাকা কলমে জীবনের প্রতিচ্ছবি।
লীলাবতী !
ভেবে চলি, এভাবেই
রোদে পুড়ে, সমুদ্রের জলে জ্যোতস্নায়
এগিয়ে চলা, কিংবা পিছিয়ে পড়া মানুষের দল ভালোবাসে
প্রেমে পড়ে, কামনায় হয় তীরবিদ্ধ!
ভাবে ভালোবাসে, আসলে মৃত্যু হয়।
তারপর
মৃত্যুর পর জীবনের শুরু,
আবার শুরু থেকে, কিংবা শেষে
লীলাবতী
সমুদ্রে কিংবা মেঘে
সুখে কিংবা অসুখে...
onek besi sundor...
ReplyDeleteThanxxxxxxxxx
ReplyDelete