Thursday, 5 April 2012

খুঁজেই দেখনা

শেষ বেলাতে রক্তিম সূয্টার দিকে চেয়ে থাকি অপলক দৃষ্টিতে,
খনিকের জন্য্ মনে হয় লাল আকাশটার মাঝে নিজে   হারাতে।    
মোহর মারা এই চাকচিক্য সবই যেন অভিনয়ের জন্য সাজে,
হারিয়ে যেতে ইচ্ছা করে আমার স্বপ্নের মাঝে,
মন খুলে যেথায় বলব মনের অব্যক্ত কথা,
মনের সাথে করতে হবে না কোন লুকোচুরি খেলা,
দশ দিক থেকে প্রতিধ্বনিত হবে আমার ভাষা
আমি চিৎকার করে বলব তুমি কি শুনতে  পাচ্ছ?
দিনের আলো যে শেষ হয়ে এল কোথায় তুমি?
লবন পানিতে যাবে না হাঁটতে,দেখবে না সাগর আমার সাথে?
উদিত সূর্য যে হেলে পশ্চিম দিগন্তে মিশেছে,
দর কষাকষির পালা শেষ করে সবাই বাড়ি ফিরছে,
দিনের কোলাহল শেষে নিরব সব, চলনা হারাই স্বপ্নের দেশে
নয়ন মাঝে সাজানো তারা দিয়ে ঘর বানাতে
               ভাবছ আমি কে তাইনা?
                    খুঁজেই দেখনা পাও কিনা এই আমাকে......

No comments:

Post a Comment