Thursday, 5 April 2012

বন্ধু তোমার

A poem for which i feel proud.......
শেষ মুহুর্তে যখন কেউ থাকবে না,আমি আছি 
                               বন্ধু তোমার,
খনিকের জন্য নয় চিরদিনই আছি  পাশেই থাকব
                               বন্ধু তোমার।
মনোযোগ কেন্দিভূত করার যখন,থাকবে না কেউ
                      থাকব আমি  বন্ধু তোমার।
হারিয়ে যাবার কোনো নিয়ম নেই এখানে,সব সময়
                     পাশেই আছি বন্ধু  তোমার।
মনের কথা গুলো শুনার যখন ,থাকবে না কেউ,
মনকে বল আমায় খুঁজে নিতে,  আছি পাশে  থাকব
                     বন্ধু হয়ে তোমার কথা শুনতে।
দক্ষিনা বাতাস যখন ,তোমার ঘরে ফুলের সুবাস নিয়ে 
                                    ঢুকে পড়ে,
আমি ভেসে যাই তার সাথে তোমায় বার্তা দিতে।
দির্ঘ  শ্বাস নিয়ে দেখো বলছি আমি  ,(!!)
                        বন্ধু   তোমার  জন্য।
লম্বা ঐ গাছটার মগডাল থেকে বলছি (!!) এসো
উঠে এসো তোমার কদম ফুলটা নিয়ে যাও বলছি
                             বন্ধু তোমার ।
দশহরির দশ ফুল দিয়ে মালা বানিয়ে দেব তোমায়,
দিবালোকের মাঝে ও পাশেই থাকব  বন্ধু তোমার ।

নতুন পৃথিবী সৃষ্টিতে ও পাশে থেকেই সাহস জোগাবো

No comments:

Post a Comment