Wednesday 18 April 2012

অপেরা মিনি দিয়ে ফেইসবুকে কমেন্ট করুন লোডিং ঝামেলা ছাড়া

অপেরা মিনি দিয়ে ফেইসবুকে কমেন্ট করুন লোডিং ঝামেলা ছাড়া...


অপেরা মিনি দিয়ে যখন ফেইসবুক এর কোন জায়গায় কমেন্ট করা হয়, তখন পেইজটা আবারো লোড হয়। আর এই কারণে অনেকেই অপেরা মিনি’র বদলে UC ব্রাউজার ব্যাবহার করে। কিন্তু অপেরা মিনিতেই এর সমাধান আছে। এখন আমি এর সমাধান দিচ্ছি। আমি এখানে opera mini 6.5 ব্যাবহার করেছি।
১. প্রথমে address bar এ opera:config অথবা config: লিখে ok দিন...
1
২. এর পর নিচে দেখানো page টা আসবে…
3
৩. একটু নিচে গেলেই একটা option দেখতে পাবেন “site patches and user agent masking” নামে । এই option টা “No” করে দিন...
3
৪. এর পর নিচে গিয়ে “save” এ ক্লিক করুন…
4
৫. ব্যাস, আপনার কাজ শেষ… এবার কমেন্ট করে দেখুন আর Loading হয় কিনা…

No comments:

Post a Comment