Wednesday 18 April 2012

অপেরা মিনি দিয়ে ফেইসবুকে কমেন্ট করুন লোডিং ঝামেলা ছাড়া

অপেরা মিনি দিয়ে ফেইসবুকে কমেন্ট করুন লোডিং ঝামেলা ছাড়া...


অপেরা মিনি দিয়ে যখন ফেইসবুক এর কোন জায়গায় কমেন্ট করা হয়, তখন পেইজটা আবারো লোড হয়। আর এই কারণে অনেকেই অপেরা মিনি’র বদলে UC ব্রাউজার ব্যাবহার করে। কিন্তু অপেরা মিনিতেই এর সমাধান আছে। এখন আমি এর সমাধান দিচ্ছি। আমি এখানে opera mini 6.5 ব্যাবহার করেছি।
১. প্রথমে address bar এ opera:config অথবা config: লিখে ok দিন...
1
২. এর পর নিচে দেখানো page টা আসবে…
3
৩. একটু নিচে গেলেই একটা option দেখতে পাবেন “site patches and user agent masking” নামে । এই option টা “No” করে দিন...
3
৪. এর পর নিচে গিয়ে “save” এ ক্লিক করুন…
4
৫. ব্যাস, আপনার কাজ শেষ… এবার কমেন্ট করে দেখুন আর Loading হয় কিনা…

Sunday 15 April 2012

Send free SMS worldwide

Download send free unlimited sms software & send SMS  to any part of the world...from PC to mobile..ENJOY>>>ADILGo to this link to send free sms worldwide!!!!!!!!! n

(PASSWOR:adil)


http://www.mediafire.com/?issom48p1gsv7q1

Saturday 7 April 2012

খরা আর  পানি...শুষ্ক  জীবনে আনন্দের ফোয়ারা.......

Thursday 5 April 2012

নাম বলা যাবে না..এক জনের জন্য dedicated করা!!

লীলাবতী!


সমুদ্রে
জ্যোতস্নায় কভু খুঁজেছো কি নীল?
 
দেখা
-অদেখায়, অস্তিত্বের অসাঢ়তায়
 
ত্যাগে
বঞ্ছনায়, ক্ষোভে বিদ্রোহে
 
বিপ্লবে
বীরত্বে
 
  
লীলাবতী
!
 
ধূসর
রিক্ত দুপুরে কভু খুঁজেছো কি চিল?
 
অনুরাগে
অনুভবে, অবজ্ঞা অভিযোগে
 
হতাশা
বা ক্লান্তিতে, রাগে-বিরাগে
 
অভিভূত
উচ্ছ্বাসে
 
 
 
লীলাবতী
!
 
দেখেছো
, কখনো?
 
সমুদ্রের
বুক চিরে জেগে ওঠা প্রবাল পাথর!
 
অলস
অস্তিত্বহীন স্বপ্নের মতন চিলেদের
 
ভেসে
চলা, মেঘের দেশে!
 
 
 
লীলাবতী
!
 
ভেবেছো
, কখনো প্রেম
 
সমুদ্রের
মতন নীল হয়ে ওঠে নরম রোদে
 
পেখম
মেলে ঘুরপাক খায় স্রোতের মতন
 
অবারিত
সাগরের বুকে!
 
 
 
লীলাবতী
!
 
আমাদের
ছুটে চলা তেমনি
 
উদ্ভ্রান্ত
কবির আবেগময় অন্তর্ধান, কিংবা
 
বিভ্রান্ত
লেখকের থেমে থাকা কলমে জীবনের প্রতিচ্ছবি
 
 
 
লীলাবতী
!
 
ভেবে
চলি, এভাবেই
 
রোদে
পুড়ে, সমুদ্রের জলে জ্যোতস্নায়
 
এগিয়ে
চলা, কিংবা পিছিয়ে পড়া মানুষের দল ভালোবাসে
 
প্রেমে
পড়ে, কামনায় হয় তীরবিদ্ধ!
 
ভাবে
ভালোবাসে, আসলে মৃত্যু হয়
 
 
 
তারপর

 
মৃত্যুর
পর জীবনের শুরু,
 
আবার
শুরু থেকে, কিংবা শেষে
 
লীলাবতী

 
সমুদ্রে
কিংবা মেঘে
 
সুখে
কিংবা অসুখে...

সহজভাবে কুরআন শিক্ষার Software (Portable)

বিসমিল্লাহির রহমানীর রাহীম

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন ।
প্রখমে নিচের লিঙ্ক থেকে RAR File টি ( 20 MB File) Download করে  Extract করে নিন। Install করতে হবে না।
Al-Qura'n Shikha - Option এ Click করে Use করুন কুরআন শিক্ষার Software (Portable).


http://www.ziddu.com/download/19058333/Al-QuranShikha.rar.html 

খুঁজেই দেখনা

শেষ বেলাতে রক্তিম সূয্টার দিকে চেয়ে থাকি অপলক দৃষ্টিতে,
খনিকের জন্য্ মনে হয় লাল আকাশটার মাঝে নিজে   হারাতে।    
মোহর মারা এই চাকচিক্য সবই যেন অভিনয়ের জন্য সাজে,
হারিয়ে যেতে ইচ্ছা করে আমার স্বপ্নের মাঝে,
মন খুলে যেথায় বলব মনের অব্যক্ত কথা,
মনের সাথে করতে হবে না কোন লুকোচুরি খেলা,
দশ দিক থেকে প্রতিধ্বনিত হবে আমার ভাষা
আমি চিৎকার করে বলব তুমি কি শুনতে  পাচ্ছ?
দিনের আলো যে শেষ হয়ে এল কোথায় তুমি?
লবন পানিতে যাবে না হাঁটতে,দেখবে না সাগর আমার সাথে?
উদিত সূর্য যে হেলে পশ্চিম দিগন্তে মিশেছে,
দর কষাকষির পালা শেষ করে সবাই বাড়ি ফিরছে,
দিনের কোলাহল শেষে নিরব সব, চলনা হারাই স্বপ্নের দেশে
নয়ন মাঝে সাজানো তারা দিয়ে ঘর বানাতে
               ভাবছ আমি কে তাইনা?
                    খুঁজেই দেখনা পাও কিনা এই আমাকে......

বন্ধু তোমার

A poem for which i feel proud.......
শেষ মুহুর্তে যখন কেউ থাকবে না,আমি আছি 
                               বন্ধু তোমার,
খনিকের জন্য নয় চিরদিনই আছি  পাশেই থাকব
                               বন্ধু তোমার।
মনোযোগ কেন্দিভূত করার যখন,থাকবে না কেউ
                      থাকব আমি  বন্ধু তোমার।
হারিয়ে যাবার কোনো নিয়ম নেই এখানে,সব সময়
                     পাশেই আছি বন্ধু  তোমার।
মনের কথা গুলো শুনার যখন ,থাকবে না কেউ,
মনকে বল আমায় খুঁজে নিতে,  আছি পাশে  থাকব
                     বন্ধু হয়ে তোমার কথা শুনতে।
দক্ষিনা বাতাস যখন ,তোমার ঘরে ফুলের সুবাস নিয়ে 
                                    ঢুকে পড়ে,
আমি ভেসে যাই তার সাথে তোমায় বার্তা দিতে।
দির্ঘ  শ্বাস নিয়ে দেখো বলছি আমি  ,(!!)
                        বন্ধু   তোমার  জন্য।
লম্বা ঐ গাছটার মগডাল থেকে বলছি (!!) এসো
উঠে এসো তোমার কদম ফুলটা নিয়ে যাও বলছি
                             বন্ধু তোমার ।
দশহরির দশ ফুল দিয়ে মালা বানিয়ে দেব তোমায়,
দিবালোকের মাঝে ও পাশেই থাকব  বন্ধু তোমার ।

নতুন পৃথিবী সৃষ্টিতে ও পাশে থেকেই সাহস জোগাবো