Thursday 31 May 2012

HOW TO DOWNLOAD TORRENT Files BY IDM…


1. Go to torrent search engine (http://torrentz.eu/)
2. Write what u wants.
3. Select the link from torrentcrazy.com (http://www.torrentcrazy.com)
4. Click on download torrent…Save on desktop/anywhere.
5. Upload this torrent to (http://zbigz.com/)..click  go free…after upload (100%) click on download button (green button) ..ur IDM will take it automatically..

Monday 21 May 2012

শুধু শুধুই ভাবনা

শুধু শুধুই ভাবনা,
যেতে চাইলে যাও, চলে যাও,
তবু কেন এ কান্না
জানি ভাল থাকতে।
শুধু বলো না ভুলতে
চাই না বাঁচার উপদেশ।
দিন এমনি কাটবে,
খেয়ালের ফাঁদে
তোমাকে মনে পড়বে,
যখনি জ্যোৎস্না হাসে।
তোমাকে মনে পড়বে,
যখনি আকাশ ভেঙ্গে বর্ষা কাঁদে।
যে মোহের বন্যায়
ভেসে যাওয়ায় ধন্য হলে
তাতে পারিনি ভাসতে
অস্তিত্ত্ব ভুলে,
তাই বলো না চলতে
স্থবিরতাই সঙ্গি হলে,
মন পড়েই থাকলে
হতাশার ফাঁদে…।।
যে যায়
যাওয়ার পথে দেয়াল হবার কোন স্বপ্ন নাই,
যতই কাঁদাও আমায়।
জয়ী একা পথে।।

Sunday 13 May 2012



Niece-Adba Afrin Sifa

My niece-Sumaiya Islam Jarin




আমার যাবার সময় হলো

আমার যাবার সময় হল দাও বিদায়
মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়।।
ফোটে যে ফুল আঁধার রাতে
ঝরে ধুলায় ভোর বেলাতে।।
আমায় তারা ডাকে সাথী
আয়রে আয় 
সজল করুন আঁখি তোলো  দাও বিদায়
অন্ধকারে এসেছিলাম
থাকতে আঁধার যাই চলে
ক্ষনেক ভালবেসেছিলে চিরকালের নাই হলে
হল চেনা হল দেখা
নয়ন জলে রইল লেখা
দর বিরহী ডাকে কেকা বরষায়
ফাগুন স্বপন ভোলো ভোলো দাও বিদায়।।

Saturday 12 May 2012

Save as PDF any of your web page...

You can easily savet any of ur web page as .pdf format.
It is so simple..
1.just copy ur link and paste on this link....http://www.printfriendly.com/
2.Than print preview>for edit/delet ryt click>click on PDF button  on the to of the page...
3.u will get ur pdf document ,just save to ur desire place.,,,,,,,
                    
Thanks
             Sheikh Md. Adil

Wednesday 2 May 2012

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না?।
ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
হারাই-হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে ॥
কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে।
এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে?
আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ--
তুমি যদি বল এখনি করিব বিষয়বাসনা বিসর্জন ॥