Tuesday, 30 October 2018

Life Modification

পিচ্চি, আমাকে জিজ্ঞাসা করে মামা মডিফিকেশন কি?

প্রশ্ন শুনে কিছুক্ষণ চিন্তা করলাম, ভাবলাম এর টিপিক্যাল টেক্সট বুক এন্সার না করে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি।
বললাম, ধরো-আমার আগে ঘাড়তেড়া ছিল, এখন ঘাড় সোজা হয়ে গেছে।
আগে আমাকে কেউ একটা কথা বললে, দশটা উত্তর দিতাম।এখন দশটা কথা হজম করি, একটা উত্তর দেই।
আগে অস্থির ছিলাম, এখন স্থির হয়েছি।
আগে ব্লগিং ছাড়া দিন কাটানো ইম্পসিবল মনে করতাম, এখন ব্লগিং ছাড়া বছরের পর বছর কাটানো পসিবল হচ্ছে।
আগে খেতাম বেশি, এখন খাই কম।
আগে ঘুমাতাম বেশি, এখন ঘুমাই কম।
আগে অগোছালো ছিলাম, এখন গোছালো হয়েছি।ইত্যাদি।
এগুলোই মোডিফিকেশন। তার

দ্বিতীয় প্রশ্ন, মোডিফিকেশন কি খুব দরকার?

অনেকক্ষণ ভেবে বললাম যদি লাইফে চাকরি করো তাহলে খুব দরকার।

No comments:

Post a Comment