Tuesday, 30 October 2018

Life changing skill

প্রখ্যাত ইউটিউবার, 10 মিনিট স্কুল এর CEO, আয়মান সাদিকের একটা প্রেজেন্টেশন এ আজ উপস্থিত ছিলাম (অফিস কর্তৃক আয়োজিত)।
তার কথাগুলো হয়তো কম বেশি আপনারা সবাই জানেন, তবে সবচেয়ে ভালো লেগেছে যেটা, সেটা হল- জানা কথাগুলো সে অতন্ত সুন্দর ভাবে গুছিয়ে বলেছে, জীবনমুখী উদাহরণ দিয়ে। আমি নিম্নে তার সারমর্ম দিচ্ছি, যেখান থেকে হয়তো আপনি ও উপকৃত হতে পারেন।
১) প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করে বুদ্ধিমান সেজে, সারা জীবন বোকা থাকার মানে নাই।
২) এমন একটা কিছু করতে হবে, যেটা আপনার নিজের ব্যক্তিত্বের প্রকাশ করে (impressive)।
৩) আপনাকে describe করার মত তিনটা ওয়ার্ড জানতে হবে। যেটাকে উনি এলিভেটর স্পিচ বলেছেন।
৪) যেটাই করবেন, ওইটাতে যেন ফোকাস থাকে।ফোকাস ছাড়া লক্ষ্যে পৌঁছানো অসম্ভব।
৫) উনি 90/10 মেথডের কথা বলেছেন। এটা অনেকটা এরকম, আমাদের প্রতিদিনের লাইফে যে জিনিস গুলা আনকন্ট্রোলড ভাবে আসে (10%), সেগুলো নিয়ে উত্তেজিত হয়ে, দিনের বাকি 90% নষ্ট না করা।
৬) ছোট ছোট একনলেজমেন্ট। উদাহরণস্বরূপ, নিজের চেয়ে বয়সে ছোট বা ছোট পজিশনে এর কাউকে সুন্দর ভাবে সালাম দেয়া, ধন্যবাদ দেয়া, ইত্যাদি।
৭) অন্যকে সম্মান করতে হবে। তবেই নিজে সম্মানিত হবেন।
৮) আপনাকে কথা বলতে হবে।
৯) উপদেশ দিয়ে নয় বরং নিজে করে অন্যকে দেখাতে হবে।
১০) 3 ফিল্টার ম্যথোড। মানে, কারো কাছ থেকে কিছু শোনার পর তা যাচাই করে নেয়া।

No comments:

Post a Comment