Saturday, 3 November 2012
Wednesday, 24 October 2012
Tuesday, 23 October 2012
Thursday, 11 October 2012
সহজেই যে কোন ফাইল খুজে বের করুন গুগল থেকে!!
সালাম নিবেন আশাকরি সকলে ভালো আছেন। আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন
জিনিষ যেমন- মিউজিক, ভিডিও সফটওয়ার ইত্যাদির প্রয়োজন হয়। এখন যেটি আপনার
প্রয়োজন সেটি যদি আপনার কম্পিউটারের হার্ডডিস্কে না থাকে বা কোন নিকট
বন্ধুর কাছেও যদি না পান তাহলে? হ্যা এখন উপায় শুধু গুগল। আর আমরা সবাই
জানি যে গুগল থেকে ফাইল খুজে বের করার চেয়ে চীনে গিয়ে কিনে নিয়ে আসা খুব
সহজ। তাই আর যেন আপনাকে চীনে না যেতে হয় তাই একটা টিপস শেয়ার করব আপনাদের
সাথে। যার মাধ্যমে আপনি সকল ফাইল এক ক্লিকে পেয়ে যাবেন গুগল থেকে। তাহলে
আসুন দেখা যাক।
প্রথমে এই কোড টি কপি করুন।
-inurl:htm -inurl:html intitle:”index of” ফাইলের ফরম্যাট “নাম”
উদাহরণ:
1. -inurl:htm -inurl:html intitle:”index of” mp3 “It’s my Life”
2. -inurl:htm -inurl:html intitle:”index of” exe “kmplayer”
Original reference: http://www.pchelplinebd.com/archives/37858
প্রথমে এই কোড টি কপি করুন।
-inurl:htm -inurl:html intitle:”index of” ফাইলের ফরম্যাট “নাম”
উদাহরণ:
1. -inurl:htm -inurl:html intitle:”index of” mp3 “It’s my Life”
2. -inurl:htm -inurl:html intitle:”index of” exe “kmplayer”
Original reference: http://www.pchelplinebd.com/archives/37858
Tuesday, 9 October 2012
Sunday, 7 October 2012
How to get rid of Babylon search for ever?
For those of you who are infected By Babylon, these steps should help you remove it fully:
- Click Start, then Control Panel, then Uninstall a Program. Remove anything related to Babylon.
- Open Firefox. Type about:addons into your address bar, press Enter. Click on Extensions, then Remove any Babylon or other unwanted toolbars and extensions. Restart Firefox.
- Open firefox and type “about:config” in the URL. Click on “I will be careful…” button.
- Now on the next page in the search bar type “babylon” and press enter.
- Right click on each of the entry and just select “reset” from the option. Thats it. Restart your browser and thats it. Enjoy......
Thursday, 13 September 2012
Importing your blog posts into FaceBook
Importing your blog posts into FaceBook is really easy .. once you know how. Here’s how to do it:
First of all you’ll need to log into FaceBook. Do this in the normal way, then have a look at the screen youare presented with. If you look on the left hand side of your screen you’ll see a menu list of different Applications you have associated with your account. This starts off as a simple list, but as you add more Applications the list will grow longer. Your application list can be quite long, but one of the options in the menu is called Notes and this is the one you’re after. Click on this to proceed to the next step.
Your Notes page will show you a number of different notes that your contacts might have added to their profile (or nothing if you don’t have many friends). This will include both Notes typed on FaceBook and also posts from their blogs if they are using this technique. Don’t worry about what’s on this page for now, just look on the right hand side of the page and you’ll see a section called Notes Settings. Look for a link that says Import a blog and click this to proceed to the next step. You will then be presented with the following form:
Enter the URL to your blog in the text box. It doesn’t need to be your RSS feed, as FaceBook will figure this out on it’s own. You’ll have to tick the disclaimer underneath the URL and then just click Start Importing.
You’re done! I told you it wasn’t hard!
First of all you’ll need to log into FaceBook. Do this in the normal way, then have a look at the screen youare presented with. If you look on the left hand side of your screen you’ll see a menu list of different Applications you have associated with your account. This starts off as a simple list, but as you add more Applications the list will grow longer. Your application list can be quite long, but one of the options in the menu is called Notes and this is the one you’re after. Click on this to proceed to the next step.
Your Notes page will show you a number of different notes that your contacts might have added to their profile (or nothing if you don’t have many friends). This will include both Notes typed on FaceBook and also posts from their blogs if they are using this technique. Don’t worry about what’s on this page for now, just look on the right hand side of the page and you’ll see a section called Notes Settings. Look for a link that says Import a blog and click this to proceed to the next step. You will then be presented with the following form:
Enter the URL to your blog in the text box. It doesn’t need to be your RSS feed, as FaceBook will figure this out on it’s own. You’ll have to tick the disclaimer underneath the URL and then just click Start Importing.
You’re done! I told you it wasn’t hard!
Sunday, 9 September 2012
Saturday, 8 September 2012
How to add template on your Blog
প্রথমে ব্লগে লগ ইন করুন তারপর ড্যাশবোডে প্রবেশ করুন template click করুন-
তারপর ''Back up/Restore''
button যা
সবার
উপরে
ডানে
তারপর chose file button কিল্ক করুন
তারপর আপনার টেমপ্লেট পছন্দ করে (XML
document)click করুন open button কিল্ক করুন
এখন upload button click করুন এবং দুই মিনিট অপেক্ষা করুন, আপনার কাছ শেষ.এখন view blog-এ
যেয়ে আপনার টেমপ্লেট দেখতে পারেন.
আশা করি এই পোস্ট আপনাদের উপকারে আসবে.
Tuesday, 4 September 2012
How to Use Opera Mini Application to Chat with Friends on Facebook
1. Launch you opera mini application.
2. Insert https://touch.facebook.com/buddylist.php into your opera mini address bar.
3. You can now see your Facebook friends that are online if you type the link above correctly.
4. Finally, click on any of your friend and start chatting via your opera mini mobile browser.
2. Insert https://touch.facebook.com/buddylist.php into your opera mini address bar.
3. You can now see your Facebook friends that are online if you type the link above correctly.
4. Finally, click on any of your friend and start chatting via your opera mini mobile browser.
Wednesday, 8 August 2012
নিজেই তৈরি করুন Operator Logo
Operator Logo কি?
Operator Logo হচ্ছে এমন একটি গ্রাফিক্স যেটি আপনার ফোনের Operator Name (Robi, Grameen Phone, etc) এর জায়গায় দেখাবে,কিভাবে এটি তৈরি করবেন?
একটি পিকচার নিন, তার পর সেটিকে সরাসরি মেমোরি কার্ডে কপি করুন (কোন ফোল্ডারে নয়) । তারপর সেটিকে BlueFTP/Xplore ( about BlueFTP)দিয়ে logo.oplc নামে রিনেম করুন ।
এখন Music Player open করুন এবং Music Menu / Options / Downloads / Go To Address এ যান, তারপর “rtsp:// ” কেটে দিয়ে কোনো Space ছাড়া লিখুনfile:///e: /logo.oplc
এবং Ok করুন এবং তারপর Exit করুন ।
এখন “Operator Logo Recieved. Show? Save? ” এমন একটা মেসেজ দেখতে পাবেন । এটিকে Save করুন । কাজ শেষ । এবার দেখুন অপারেটরের নামের যায়গায় আপনার পিকচারটি,
এটিকে বন্ধ করতে Phone Setting / Display Settings / Operator Logo / Off করে দেন ।
আর এটি বদলাতে logo.oplc টিকে অন্য একটি logo দিয়ে replace করুন ।
Operator Logo হচ্ছে এমন একটি গ্রাফিক্স যেটি আপনার ফোনের Operator Name (Robi, Grameen Phone, etc) এর জায়গায় দেখাবে,কিভাবে এটি তৈরি করবেন?
একটি পিকচার নিন, তার পর সেটিকে সরাসরি মেমোরি কার্ডে কপি করুন (কোন ফোল্ডারে নয়) । তারপর সেটিকে BlueFTP/Xplore ( about BlueFTP)দিয়ে logo.oplc নামে রিনেম করুন ।
এখন Music Player open করুন এবং Music Menu / Options / Downloads / Go To Address এ যান, তারপর “rtsp:// ” কেটে দিয়ে কোনো Space ছাড়া লিখুনfile:///e: /logo.oplc
এবং Ok করুন এবং তারপর Exit করুন ।
এখন “Operator Logo Recieved. Show? Save? ” এমন একটা মেসেজ দেখতে পাবেন । এটিকে Save করুন । কাজ শেষ । এবার দেখুন অপারেটরের নামের যায়গায় আপনার পিকচারটি,
এটিকে বন্ধ করতে Phone Setting / Display Settings / Operator Logo / Off করে দেন ।
আর এটি বদলাতে logo.oplc টিকে অন্য একটি logo দিয়ে replace করুন ।
বিঃদ্রঃ
১.শুধু মাত্র NOKIA ফোনের জন্য ।
২. সব ফোনে কাজ নাও করতে পারে ।
১.শুধু মাত্র NOKIA ফোনের জন্য ।
২. সব ফোনে কাজ নাও করতে পারে ।
Monday, 23 July 2012
Some new features..
I have added some new features for this site.These are...
1. Now you can see the Bangla meaning of any English word of this site.(Just click on the specific word,a new pop up window will show the meaning of that specific word).9
2.You can translate the total website as your desire language.
To do so,you have to select the desire language on the Translate button (Bottom of this site) & translate...just it.
3.U can download any topic as PDF format (normally/default save as HTML).
To save as PDF just click on the Print Friendly button,below every topic.
4.You can view the total visitors and their location(From the globe,below the site)
5.you can see the a digital clock
Tuesday, 3 July 2012
যেভাবে .mob বই তৈরী করবেন ,শিখে নিন
PDF থেকে যেভাবে .mob বই তৈরী করবেন ।
খেয়াল করুনঃ
সব PDF কে .mob বানানো যাবেনা ।কারন সকল PDF থেকে টেস্কট আকারে লেখা কপি করা যায়না ।তবে ৫০০কেবির নিচের ফাইলগুলো সাধারনত কপি করা যায় ।মোট কথা স্ক্যান করা PDF বাদে অন্য PDF গুলোকে নিচের নিয়ম ফলো করে .mob তৈরী করতে পারবেন ।
PDF টির লেখাগুলো কপি করুন ।এবার Write Bangla Pad এর Tools অপশনে গিয়ে Old Bangla To Unicode সিলেক্ট করুন ।একটা রিফ্রেস দিন ।এবার নিচের ঘরটিতে লেখাগুলো পেস্ট করে 'ইউনিকোডে বদলে উপরে নাও' বাটনে ক্লিক করুন ।
একটু Wait করুন যতখন না পর্যন্ত উপরের ঘরটিতে লেখাগুলো আসে ।লেখাগুলো আসলে ,সবগুলো লেখা Select করে মাইক্রোসফল ওয়ার্ডে যান ।Paste করুন ।Plain text হিসেব Save করুন ।Encoading হিসেবে UTF-8 দিন ।
এবার মোবাইলে ফাইলটা এনে,Bluftp দিয়ে Rename করে .txt উঠেয়ে .mob বসিয়ে দেন ।ব্যাস ফাইল তৈরী শেষ ।আপলোড করতে Select এ ক্লিক করে Compress with zip এ ক্লিক করে ফাইলটা zip ফাইল করে আপলোড করতে হবে ।
ও হ্যা বড় উপন্যাস হলে একাধিক খন্ড করে দিবেন ।চেষ্টা করবেন প্রতি খন্ডের আকার ৩০০kb এর মধ্যে রাখার জন্য ।
সব PDF কে .mob বানানো যাবেনা ।কারন সকল PDF থেকে টেস্কট আকারে লেখা কপি করা যায়না ।তবে ৫০০কেবির নিচের ফাইলগুলো সাধারনত কপি করা যায় ।মোট কথা স্ক্যান করা PDF বাদে অন্য PDF গুলোকে নিচের নিয়ম ফলো করে .mob তৈরী করতে পারবেন ।
PDF টির লেখাগুলো কপি করুন ।এবার Write Bangla Pad এর Tools অপশনে গিয়ে Old Bangla To Unicode সিলেক্ট করুন ।একটা রিফ্রেস দিন ।এবার নিচের ঘরটিতে লেখাগুলো পেস্ট করে 'ইউনিকোডে বদলে উপরে নাও' বাটনে ক্লিক করুন ।
একটু Wait করুন যতখন না পর্যন্ত উপরের ঘরটিতে লেখাগুলো আসে ।লেখাগুলো আসলে ,সবগুলো লেখা Select করে মাইক্রোসফল ওয়ার্ডে যান ।Paste করুন ।Plain text হিসেব Save করুন ।Encoading হিসেবে UTF-8 দিন ।
এবার মোবাইলে ফাইলটা এনে,Bluftp দিয়ে Rename করে .txt উঠেয়ে .mob বসিয়ে দেন ।ব্যাস ফাইল তৈরী শেষ ।আপলোড করতে Select এ ক্লিক করে Compress with zip এ ক্লিক করে ফাইলটা zip ফাইল করে আপলোড করতে হবে ।
ও হ্যা বড় উপন্যাস হলে একাধিক খন্ড করে দিবেন ।চেষ্টা করবেন প্রতি খন্ডের আকার ৩০০kb এর মধ্যে রাখার জন্য ।
......................শেখ মোহাম্মাদ আদিল
Monday, 2 July 2012
Monday, 25 June 2012
The most amazing sound in the world....
U will must enjoy(either u believer/ not)...Just try to hear with full concentration...Ameen..
The link is below.........
The link is below.........
Wednesday, 20 June 2012
“অতি-সহজেই জেনে নিন আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের গোপন সংকেত বা কোড”
বাংলাদেশী হিসাবে আমাদের অনেকেরই জাতীয় পরিচয় পত্র (National ID Card) আছে। অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলেন যেটা সম্পুর্ণ ভুল। এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র।
আপনারা
দেখবেন এটার নীচে
লাল কালি দিয়ে
লেখা ১৩ সংখ্যার একটা
নম্বর আছে যাকে
আমরা আইডি নম্বর
হিসাবে জানি। কিন্তু
এই ১৩ সংখ্যার মানে
কি? আসলে আমরা
অনেকেই এই সংকেত/কোডগুলো জানিনা। আবার
অনেকের জানার আগ্রহ
থাকলেও কোথাও হয়ত
হেল্প পাইনি। যাইহোক এত
চিন্তার কারন নাই।
এবার উক্ত সমাধান
নিয়েই আজকের পোস্ট। যারা
জানেন না তারা
নিজেই এবার চোখ
বুলিয়ে নিন। আশা
করি নিজে উপকৃত
হবেন এবং অন্যকে
জানানোর চেষ্টা করবেন।
১) এর প্রথম ২ সংখ্যা – জেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে। ঢাকার জন্য এই কোড ২৬।
২) পরবর্ত্তি ১ সংখ্যা – এটা আর এম ও (RMO) কোড।
সিটি কর্পোরেশনের জন্য – ৯
ক্যান্টনমেন্ট – ৫
পৌরসভা – ২
পল্লী এলাকা – ১
পৌরসভার বাইরে শহর এলাকা – ৩
অন্যান্য – ৪
সিটি কর্পোরেশনের জন্য – ৯
ক্যান্টনমেন্ট – ৫
পৌরসভা – ২
পল্লী এলাকা – ১
পৌরসভার বাইরে শহর এলাকা – ৩
অন্যান্য – ৪
৩) পরবর্ত্তি ২ সংখ্যা – এটা উপজেলা বা থানা কোড
৪) পরবর্ত্তি ২ সংখ্যা – এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)
৫) শেষ ৬ সংখ্যা – আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর।
বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল!
বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল!
Monday, 18 June 2012
Sunday, 17 June 2012
Most easy way for youtube Video download...
খুব সহজে youtube থেকে ভিডিও ডাউনলোড কারুন..কোনো সফটওয়্যার ছাড়াই...
১.যে
কোনো লিঙ্ক এ যান (www.youtube.com...a brows ar por )
২. www.youtube আর আগের www. কেটে ss দিয়ে এন্টার
মারুন...দেখুন ওই vedio er বিভিন্ন format er ডাউনলোড লিঙ্ক আসছে..just
ডাউনলোড it...ENJOY
Saturday, 16 June 2012
ফ্রী S.M.S
আজ একটা সাইট শেয়ার করবো যা দিয়ে আপনি নেট তো মোবাইল ফ্রী S.M.S দিতে পারবেন (daily ২৫ /account).....
Thursday, 31 May 2012
HOW TO DOWNLOAD TORRENT Files BY IDM…
1. Go to torrent search engine (http://torrentz.eu/)
2. Write what u wants.
3. Select the link from torrentcrazy.com (http://www.torrentcrazy.com)
4. Click on download torrent…Save on desktop/anywhere.
5. Upload this torrent to (http://zbigz.com/)..click go free…after upload (100%) click on download
button (green button) ..ur IDM will take it automatically..
Tuesday, 29 May 2012
The super best IDM.....
Sometimes IDM is not working on ur PC.Bt this IDM will work in every PC just follow the instructions....
For details...
Password: adil
Click here
http://www.mediafire.com/?gldan4sho1mwzil
For details...
Password: adil
Click here
http://www.mediafire.com/?gldan4sho1mwzil
Sunday, 27 May 2012
Monday, 21 May 2012
শুধু শুধুই ভাবনা
শুধু শুধুই ভাবনা,
যেতে চাইলে যাও, চলে যাও,
তবু কেন এ কান্না
জানি ভাল থাকতে।
শুধু বলো না ভুলতে
চাই না বাঁচার উপদেশ।
দিন এমনি কাটবে,
খেয়ালের ফাঁদে
তোমাকে মনে পড়বে,
যখনি জ্যোৎস্না হাসে।
তোমাকে মনে পড়বে,
যখনি আকাশ ভেঙ্গে বর্ষা কাঁদে।
যে মোহের বন্যায়
ভেসে যাওয়ায় ধন্য হলে
তাতে পারিনি ভাসতে
অস্তিত্ত্ব ভুলে,
তাই বলো না চলতে
স্থবিরতাই সঙ্গি হলে,
মন পড়েই থাকলে
হতাশার ফাঁদে…।।
যে যায়
যাওয়ার পথে দেয়াল হবার কোন স্বপ্ন নাই,
যতই কাঁদাও আমায়।
জয়ী একা পথে।।
যেতে চাইলে যাও, চলে যাও,
তবু কেন এ কান্না
জানি ভাল থাকতে।
শুধু বলো না ভুলতে
চাই না বাঁচার উপদেশ।
দিন এমনি কাটবে,
খেয়ালের ফাঁদে
তোমাকে মনে পড়বে,
যখনি জ্যোৎস্না হাসে।
তোমাকে মনে পড়বে,
যখনি আকাশ ভেঙ্গে বর্ষা কাঁদে।
যে মোহের বন্যায়
ভেসে যাওয়ায় ধন্য হলে
তাতে পারিনি ভাসতে
অস্তিত্ত্ব ভুলে,
তাই বলো না চলতে
স্থবিরতাই সঙ্গি হলে,
মন পড়েই থাকলে
হতাশার ফাঁদে…।।
যে যায়
যাওয়ার পথে দেয়াল হবার কোন স্বপ্ন নাই,
যতই কাঁদাও আমায়।
জয়ী একা পথে।।
Wednesday, 16 May 2012
Sunday, 13 May 2012
আমার যাবার সময় হলো
আমার যাবার সময় হল দাও বিদায়
মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়।।
ফোটে যে ফুল আঁধার রাতে
ঝরে ধুলায় ভোর বেলাতে।।
আমায় তারা ডাকে সাথী
আয়রে আয়
সজল করুন আঁখি তোলো দাও বিদায়
অন্ধকারে এসেছিলাম
থাকতে আঁধার যাই চলে
ক্ষনেক ভালবেসেছিলে চিরকালের নাই হলে
হল চেনা হল দেখা
নয়ন জলে রইল লেখা
দর বিরহী ডাকে কেকা বরষায়
ফাগুন স্বপন ভোলো ভোলো দাও বিদায়।।
Saturday, 12 May 2012
Save as PDF any of your web page...
You can easily savet any of ur web page as .pdf format.
It is so simple..
1.just copy ur link and paste on this link....http://www.printfriendly.com/
2.Than print preview>for edit/delet ryt click>click on PDF button on the to of the page...
3.u will get ur pdf document ,just save to ur desire place.,,,,,,,
Thanks
Sheikh Md. Adil
It is so simple..
1.just copy ur link and paste on this link....http://www.printfriendly.com/
2.Than print preview>for edit/delet ryt click>click on PDF button on the to of the page...
3.u will get ur pdf document ,just save to ur desire place.,,,,,,,
Thanks
Sheikh Md. Adil
Wednesday, 2 May 2012
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না?। ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে হারাই-হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে ॥ কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে। এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে? আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ-- তুমি যদি বল এখনি করিব বিষয়বাসনা বিসর্জন ॥
Wednesday, 18 April 2012
অপেরা মিনি দিয়ে ফেইসবুকে কমেন্ট করুন লোডিং ঝামেলা ছাড়া
অপেরা মিনি দিয়ে ফেইসবুকে কমেন্ট করুন লোডিং ঝামেলা ছাড়া...
অপেরা
মিনি দিয়ে যখন ফেইসবুক এর কোন জায়গায় কমেন্ট করা হয়, তখন পেইজটা আবারো লোড
হয়। আর এই কারণে অনেকেই অপেরা মিনি’র বদলে UC ব্রাউজার ব্যাবহার করে।
কিন্তু অপেরা মিনিতেই এর সমাধান আছে। এখন আমি এর সমাধান দিচ্ছি। আমি এখানে
opera mini 6.5 ব্যাবহার করেছি।
১. প্রথমে address bar এ opera:config অথবা config: লিখে ok দিন...২. এর পর নিচে দেখানো page টা আসবে…
৩. একটু নিচে গেলেই একটা option দেখতে পাবেন “site patches and user agent masking” নামে । এই option টা “No” করে দিন...
৪. এর পর নিচে গিয়ে “save” এ ক্লিক করুন…
৫. ব্যাস, আপনার কাজ শেষ… এবার কমেন্ট করে দেখুন আর Loading হয় কিনা…
Sunday, 15 April 2012
Send free SMS worldwide
Download send free unlimited sms software & send SMS to any part of the world...from PC to mobile..ENJOY>>>ADILGo to this link to send free sms worldwide!!!!!!!!! n
(PASSWOR:adil)
http://www.mediafire.com/?issom48p1gsv7q1
(PASSWOR:adil)
http://www.mediafire.com/?issom48p1gsv7q1
Saturday, 7 April 2012
Thursday, 5 April 2012
নাম বলা যাবে না..এক জনের জন্য dedicated করা!!
লীলাবতী!
সমুদ্রে জ্যোতস্নায় কভু খুঁজেছো কি নীল?
দেখা -অদেখায়, অস্তিত্বের অসাঢ়তায়
ত্যাগে বঞ্ছনায়, ক্ষোভে বিদ্রোহে
বিপ্লবে বীরত্বে।
লীলাবতী !
ধূসর রিক্ত দুপুরে কভু খুঁজেছো কি চিল?
অনুরাগে অনুভবে, অবজ্ঞা অভিযোগে
হতাশা বা ক্লান্তিতে, রাগে-বিরাগে
অভিভূত উচ্ছ্বাসে।
লীলাবতী !
দেখেছো , কখনো?
সমুদ্রের বুক চিরে জেগে ওঠা প্রবাল পাথর!
অলস অস্তিত্বহীন স্বপ্নের মতন চিলেদের
ভেসে চলা, মেঘের দেশে!
লীলাবতী !
ভেবেছো , কখনো প্রেম
সমুদ্রের মতন নীল হয়ে ওঠে নরম রোদে
পেখম মেলে ঘুরপাক খায় স্রোতের মতন
অবারিত সাগরের বুকে!
লীলাবতী !
আমাদের ছুটে চলা তেমনি
উদ্ভ্রান্ত কবির আবেগময় অন্তর্ধান, কিংবা
বিভ্রান্ত লেখকের থেমে থাকা কলমে জীবনের প্রতিচ্ছবি।
লীলাবতী !
ভেবে চলি, এভাবেই
রোদে পুড়ে, সমুদ্রের জলে জ্যোতস্নায়
এগিয়ে চলা, কিংবা পিছিয়ে পড়া মানুষের দল ভালোবাসে
প্রেমে পড়ে, কামনায় হয় তীরবিদ্ধ!
ভাবে ভালোবাসে, আসলে মৃত্যু হয়।
তারপর
মৃত্যুর পর জীবনের শুরু,
আবার শুরু থেকে, কিংবা শেষে
লীলাবতী
সমুদ্রে কিংবা মেঘে
সুখে কিংবা অসুখে...
সমুদ্রে জ্যোতস্নায় কভু খুঁজেছো কি নীল?
দেখা -অদেখায়, অস্তিত্বের অসাঢ়তায়
ত্যাগে বঞ্ছনায়, ক্ষোভে বিদ্রোহে
বিপ্লবে বীরত্বে।
লীলাবতী !
ধূসর রিক্ত দুপুরে কভু খুঁজেছো কি চিল?
অনুরাগে অনুভবে, অবজ্ঞা অভিযোগে
হতাশা বা ক্লান্তিতে, রাগে-বিরাগে
অভিভূত উচ্ছ্বাসে।
লীলাবতী !
দেখেছো , কখনো?
সমুদ্রের বুক চিরে জেগে ওঠা প্রবাল পাথর!
অলস অস্তিত্বহীন স্বপ্নের মতন চিলেদের
ভেসে চলা, মেঘের দেশে!
লীলাবতী !
ভেবেছো , কখনো প্রেম
সমুদ্রের মতন নীল হয়ে ওঠে নরম রোদে
পেখম মেলে ঘুরপাক খায় স্রোতের মতন
অবারিত সাগরের বুকে!
লীলাবতী !
আমাদের ছুটে চলা তেমনি
উদ্ভ্রান্ত কবির আবেগময় অন্তর্ধান, কিংবা
বিভ্রান্ত লেখকের থেমে থাকা কলমে জীবনের প্রতিচ্ছবি।
লীলাবতী !
ভেবে চলি, এভাবেই
রোদে পুড়ে, সমুদ্রের জলে জ্যোতস্নায়
এগিয়ে চলা, কিংবা পিছিয়ে পড়া মানুষের দল ভালোবাসে
প্রেমে পড়ে, কামনায় হয় তীরবিদ্ধ!
ভাবে ভালোবাসে, আসলে মৃত্যু হয়।
তারপর
মৃত্যুর পর জীবনের শুরু,
আবার শুরু থেকে, কিংবা শেষে
লীলাবতী
সমুদ্রে কিংবা মেঘে
সুখে কিংবা অসুখে...
Subscribe to:
Posts (Atom)