Wednesday, 20 June 2012

“অতি-সহজেই জেনে নিন আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের গোপন সংকেত বা কোড”

বাংলাদেশী হিসাবে আমাদের অনেকেরই জাতীয় পরিচয় পত্র (National ID Card) আছে। অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলেন যেটা সম্পুর্ণ ভুল। এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র
আপনারা দেখবেন এটার নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি। কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি? আসলে আমরা অনেকেই এই সংকেত/কোডগুলো জানিনা। আবার অনেকের জানার আগ্রহ থাকলেও কোথাও হয়ত হেল্প পাইনি। যাইহোক এত চিন্তার কারন নাই। এবার উক্ত সমাধান নিয়েই আজকের পোস্ট। যারা জানেন না তারা নিজেই এবার চোখ বুলিয়ে নিন। আশা করি নিজে উপকৃত হবেন এবং অন্যকে জানানোর চেষ্টা করবেন

) এর প্রথম সংখ্যাজেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে। ঢাকার জন্য এই কোড ২৬
) পরবর্ত্তি সংখ্যাএটা আর এম (RMO) কোড।
সিটি কর্পোরেশনের জন্য
ক্যান্টনমেন্ট
পৌরসভা
পল্লী এলাকা
পৌরসভার বাইরে শহর এলাকা
অন্যান্য
) পরবর্ত্তি সংখ্যাএটা উপজেলা বা থানা কোড
) পরবর্ত্তি সংখ্যাএটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)
) শেষ সংখ্যাআই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর।
বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ডিজিট হচ্ছে জন্মসাল!

No comments:

Post a Comment